গাছ চিনুনঃ তেলাকুচা
তেলাকুচা ইংরেজি Ivy gourd, Baby watermelon, Little gourd, Gentleman's toes
তেলাকুচা বৈজ্ঞানিক নাম Coccinia grandis
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms,Eudicots,Rosids।
বর্গ Cucurbitales,
পরিবার Cucurbitales,
গোএ Ficeae,Gaudich,
গণ Coccinia,
প্রজাতি C.grandis,
দ্বিপদ Coccinia grandis(L) J.Voigt,
তেলাকুচা একটি লতানো উদ্ভিদ। তেলাকুচা ফলকে কুঁদরী বলা হয়ে থাকে। বাংলাদেশের প্রায় সর্বত্র প্রাকৃতিকভাবে তেলাকুচা জন্মে থাকে। এর ফল অনেকটা দেখতে পটলের মত হলেও আকারে অনেক ছোট হয়ে থাকে। পাকলে সুন্দর রক্তবর্ণ ধারণ করে। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ডবিশিষ্ট একটি লতাজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। লতার কাণ্ড থেকে আকশীর সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে উঠে। পঞ্চভূজ আকারের পাতা গজায়, পাতা ও লতার রং সবুজ। তেলাকুচায় প্রচুর বিটা-ক্যারোটিন আছে।অনেকে একে শাক হিসেবে ব্যবহার করেন। এর ফুলগুলো সাদা। তেলাকুচা দুই ধরনের হয়ে এক প্রকার তিতা এবং অপরটি মিষ্টি। আয়ুর্বেদ শাস্ত্রমতে, তিতাটিকে তেলাকুচা এবং মিষ্টিটিকে তু-কেরী বলা হয়। ঔষধে তিতাটিই ব্যবহার করা হয়। এর সবকিছুই ব্যবহৃত হয়। এই গাছ বাংলাদেশ, দক্ষিণ -পূর্ব এশিয়া এবং ভারতে তেলাকুচা গাছ জন্মে।