Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ নীলবনলতা

20fours Desk | আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৫
গাছ চিনুনঃ নীলবনলতা

নীলবনলতা ইংরেজি নাম  Bengal clock Vine, Blue Trumpet vine, Sky flower

নীলবনলতা বৈজ্ঞানিক নাম Thunbergia grandiflora

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,

বর্গ Lamiales,

পরিবার Acanthaceae,

গণ Thunbergia,

প্রজাতি T. grandiflora,

দ্বিপদী নাম Thunbergia grandiflora (Roxb. ex Rottler) Roxb,

প্রতিশব্দ Flemingia grandiflora Roxb. ex Rottler,

নীলবনলতা একটি শক্ত লতার গাছ। নীল লতাকে থাই ভাষায় রাং জুয়েট নামে ডাকা হয়।এই গাছ সাধারণত ৮-১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাতারা প্রতিমুখ এবং সবৃন্তক। পত্রবৃন্ত ২.৫-৪ সেমি লম্বা ও কর্কশ হয়, পাতার গোড়া তাম্বুলাকার, পাতার উভয়দিক অমসৃণ, করতলাকারে ৫-৭টি শিরাযুক্ত, পাতার বোঁটা মোড়ানো ধরনের, আগা চোখা, পাতারা ১০ সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে। পাতার কিনারে লতি হয়। ফুল লম্বা ঝুলন্ত ডাঁটায় এক বা একাধিক। ফুল দেখতে ঘণ্টার গড়ন, দলনল সামান্য বাঁকা। পাপড়ি পাঁচটি। পাপড়ির রঙ হালকা নীল। পাপড়ি ৬ সেমি লম্বা। পুংকেশর ৪টি, অর্ধসমান, গলদেশের অভ্যন্তরের দিক বাঁকানো, পরাগধানী ৫-৯ মিলিমিটার লম্বা ও দীর্ঘায়িত। মার্চ হতে ডিসেম্বর মাস ফুল ফোঁটার সময়। ফল শক্ত ধরনের, ফল ৩-৫ সেমি দীর্ঘ হয়ে থাকে। ফলের আগা চোখা। বংশবৃদ্ধি বীজ ও কাটিংয়ে অর্থাৎ বীজ থেকে বংশ বিস্তার ঘটে এবং কলমে ও চাষ করা হয়। এই গাছ বাংলাদেশ সহ নেপাল, চীন, ইন্দোচীন, মায়ানমার,মালয়েশিয়া ও ভারতে হয়ে থাকে। এই গাছের লতা,মূল,শিকড় সবই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপরে