Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ নিসিন্দা

Desk | আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫৮
গাছ চিনুনঃ নিসিন্দা

নিসিন্দা ইংরেজি নাম Negundo, Nishinda Tree

নিসিন্দা বৈজ্ঞানিক নাম Vitex negundo Linn

ইউনানী নাম সাম্ভালু,

আয়ুর্বেদিক নাম নিসিন্দা, সিন্দুবার,

স্থানীয় নাম  নিসিন্দা, বেগুনিয়া, নিসিন্দে,

ভেষজ নাম Vitex negundo Linn.

ফ্যামিলি Verbenaceae

নিসিন্দা একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ বর্ষাকালে রোপন করা হয়। এবং বীজ ও কলম থেকে গাছ উৎপন্ন হয়। এই উদ্ভিদ সাধারণত ৫-৬ ফুট পর্যন্ত উঁচু হয়। এদের পাতার রং উপরে সবুজ,মাঝে সাদা।ফুল নীল বা নীলাভ বেগুণি রংয়ের অথবা নীলাভ সাদা। বীজ অনেকটা গোলমিচের মত, তবে আকারে কিছুটা ক্ষুদ্রাকৃতির। বীজের রং কাল অথবা সাদা।পাতার একপ্রকার গন্ধ থাকে। দুরকম নিসিন্দা গাছ দেখা যায়। এক শ্রেনীর ফুল নীল এবং আর শ্রেনীর ফুল সাদা। বাংলাদেশের প্রায় সব এলাকায়, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে পাওয়া যায়। এই গাছটির ফল, মূল, পাতা, গাছের ও মূলের ছাল (ত্বক্)ও (ক্ষীর )দুধের মত আঠা বা নির্যাস)- সব অংশই ঔষধার্থ ব্যবহার করা হয়ে থাকে।

উপরে