গাছ চিনুনঃ জয়ন্তী
জয়ন্তী ইংরেজি নাম Common sesban, Egyption Rattle Pod।
জয়ন্তী বৈজ্ঞানিক নাম Sesbania Sesban।
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,
বর্গ Fabales,
পরিবার Fabaceae,
গণ Sesbania,
প্রজাতি S. sesban,
দ্বিপদী নাম Sesbania sesban (L.) Merr.,
জয়ন্তী একটি ভেষজ উদ্ভিদ। এই গাছ প্রায় ১০-১২ লম্বা হয়। জয়ন্তী গাছের শাখা প্রশাখা খুব বেশি লম্বা হয় না। এই গাছের পাতা দেখতে অনেকটা তেঁতুল গাছের পাতার মত। এর কাণ্ড বাদামি রঙের হয়। পাতা পক্ষল যৌগিক। প্রায় ২০ জোড়া পত্রক থাকে। সাধারণত হলুদ, গোলাপি ও বাদামী এই ৩ ধরণের ফুল গাছভেদে দেখা যায়। ফুল ২ - ৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের হয়ে থাকে। ৪ টি পাপড়ির মধ্যে ২ টি উল্টানো বিস্তৃত ও ২ টি একত্রীভূত। পৌষমাসে ফুল ফোটে। ফল চিকন লম্বাটে, কাঁচা অবস্থায় সবুজ। শুকিয়ে গেলে বাদামি বর্ণ। প্রতিটি ফলে ২০-২৫টি বীজ থাকে। এই গাছের ফল ফাল্গুন চৈএে পাকে এবং নিজে থেকেই বীজ পড়ে যায়। বাংলাদেশ, ভারতের সর্বএই এই গাছ দেখা যায়। এই গাছ বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।