গাছ চিনুনঃ জুঁই
জু্ঁই ইংরেজি নাম Star jasmine, winter jasmine
জুঁই বৈজ্ঞানিক নাম Jasminum multiflorum
রাজ্য Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,
বর্গ লেমিয়ালেস,
পরিবার Oleaceae,
গোত্র Jasmineae,
প্রজাতি জেসমিনাম,
প্রজাতির ধরণJasminum offinale,
প্রজাতির ধরনের প্রণেতা লি.,
উপবিভাগ প্রজাতি,
জু্ঁই একটি গুল্মজাতীয় উদ্ভিদ। জুঁই ফুলের পাতা বেলি ফুলের মতো। ফুলগুলো সাধারণত ২.৫ সেমি (০.৯৮ ইঞ্চি) হয়ে থাকে। তারা সাদা অথবা হলুদ হয়ে থাকে, যদিও র্যাডিশ রঙে তাদের খুবই কম দেখা দেয়। জুঁইয়ের ফল পাকলে কালো হয়। এটি মূলত শীতকালে ফোটে তাই এর অন্য নাম শীত জুঁই সংস্কৃত ভাষায় একে মাঘ মল্লিকা বলা হয়। যেহেতু এটি মাঘ মাসে ফোটে। এটিকে বাংলায় কুন্দ। এটির ফুল মাঝে মাঝে এতো বেশি ফোটে যে পাতাহীন গাছটিকে সাদা মনে হয়। জুঁই বাংলাদেশের সর্বত্র জন্মায়। জুঁই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।