Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ কামিনী

Desk | আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:৩২
গাছ চিনুনঃ কামিনী

কামিনী ইংরেজি নাম Murraya paniculata,

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,

বর্গ Sapindales

পরিবার Rutaceae

গণ মুরায়্যা

প্রজাতি মুরায়্যা প্যানিকুলাটা

দ্বিপদী নাম মুরায়্যা প্যানিকুলাটা (L.) Jack

কামিনী ছোট আকৃতির ভাবাপন্ন চিরসবুজ বৃক্ষ। এই গাছ ৮-১০ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছটি ছেটে রাখলে অতি সুন্দর লাগে। পাতা ছোট,লম্বা ও প্রায় ডিম্বাকৃতির, গাঢ় সবুজ। ফুল চমৎকার সুগন্ধযুক্ত,বহিবার্সপাঁচটি, পাপড়ি মাথার দিকে বিস্তৃত। ফল গোলাকার ও রক্তিম। কামিনী ফুল গ্রীষ্ম ও বর্ষায় ফুটতে দেখা যায়। কামিনী বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, চীন ও অস্ট্রেলিয়ায় জন্মে। কামিনী গাছের পাতা,মূল,ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপরে