Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ দেবদারু

Desk | আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:১০
গাছ চিনুনঃ দেবদারু

 

দেবদারু ইংরেজি নাম Debdaru

দেবদারু বৈজ্ঞানিক নাম Polyalthia longifolia

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Magnoliids,

বর্গ Magnoliales,

পরিবার Annonaceae,

গণ Polyalthia,

প্রজাতি P. longifolia,

দ্বিপদী নাম Polyalthia longifolia Sonn.,

দেবদারু একটি চিরহরিৎ বৃক্ষ। দেবদারু গাছ বেশ বড় হয়। দেবদারুর আদি নিবাস শ্রীলঙ্কায়। অন্যান্য গাছের তুলনায় আকারে ও উচ্চতায় বেশ বড় হয়। দেবদারুর পাতাগুলি সরু ও ঝাটার কাঠির মত। এর ফলগুলি সবুজ রঙের হয়। ফুল দেখতে ছোট এবং সবুজ-সাদা। ফল পাকে জুলাই-আগস্টে মাসে। প্রত্যেকটি ফল ১সেমি লম্বা, ডিম্বাকার হয়। এই গাছের ছাল লঘু,তিক্ত, স্নিগ্ধ,কটু  বিপাক ও উষ্ণবর্ষে যুক্ত। বাংলাদেশের বিভিন্ন জায়গার ও এই গাছ জন্মে। দেবদারু প্রয়োগ করলে জ্বর, বায়ু,কাশ,হিক্কা,রক্তদোষ ও আমদোষ প্রশমিত হয়। দেবদারু গাছের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপরে