গাছ চিনুনঃ ধুতরা
ধুতরা ইংরেজি Datura
ধুতরা বৈজ্ঞানিক নাম Dutura metel, Solanaceae
জগৎ Plantae,
পর্ব Magnoliophyta,
শ্রেণী Magnoliopsida,
বর্গ Solanales,
পরিবার Solanaceae,
গণ Datura,
প্রজাতি D. metel,
দ্বিপদী নাম Datura metel L.,
প্রতিশব্দ Alba Globinmed,
ধুতরা গাছ আমাদের দেশে সবার কাছেই কম-বেশি পরিচিত। দেশের প্রায় সব জায়গাতেই অযত্ন অবহেলায় এ গাছ জন্মাতে দেখা যায়। এমনকি ২ হাজার ৫০০ মিটার উচ্চতায়ও ধুতরা গাছ জন্মে।ধুতরা উচ্চতায় প্রায় ১ মিটারের মতো, পাতা বড়, ত্রিকোণাকৃতির, রং সবুজ, শিরা ও মধ্যশিরা স্পষ্ট। ধুতরা গাছের দুটি প্রজাতি আমাদের দেশে চোখে পড়ে। সাদা ও কালো রঙের ধুতরা। সাদা রঙের ধুতরার বোঁটা, পাতা ও গাছ হালকা সবুজ রঙের এবং কালো রঙের ধুতরা গাছের পাতার বোঁটা ও গাছ বেগুনি মিশ্র রঙের। এর ফলগুলি গোলাকার। এবং গায়ে কাঁটা থাকে। বর্ষাকালে ধুতরা গাছে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকালজুড়ে গাছে ফুল দেখা যায়।পড়ন্ত বিকাল থেকে সন্ধ্যায় গাছে ফুল ফোটে। দিনে রোদের আলোয় ফুল সংকুচিত হয়ে যায়, সন্ধ্যায় আবার পাপড়ি মেলে। এভাবে ফুটন্ত ফুল ২ থেকে ৩ দিন তাজা থেকে ঝরে যায়। ধুতরা স্ব-পরাগায়িত ফুল, ফুলের ভেতর পুংদণ্ড ও গর্ভমুণ্ড অবস্থিত। ধুতরা গাছ বাংলাদেশ সহ ভারতের সব জায়গায় এই গাছ দেখা যায়। ধুতরা গাছের পাতা, ফুল, ফল, বীজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।