গাছ চিনুন
গাছ চিনুনঃ চিচিঙ্গা
চিচিঙ্গা ইংরেজি নাম Snake gourd
চিচিঙ্গা বৈজ্ঞানিক নাম Trichosanthes cucumerina
জগৎ Plantae,
বিভাগ Angiosperms,
শ্রেণী Eudicots, Rosids,
বর্গ Cucurbitales,
পরিবার Cucurbitaceae,
গণ Trichosanthes,
প্রজাতি T. cucumerina,
দ্বিপদী নামTrichosanthes cucumerina L.,
চিচিঙ্গা একটি বর্ষজীবী লতানো উদ্ভিদ। চিচিঙ্গা প্রায় সকলেরই চেনা। এটি আমরা তরকারি রেঁধে খাই। এর আয়ুর্বেদিক ও সংস্কৃত নাম দধিপুষপ। গ্রীষ্মকালে এর বীজ পোঁতা জয়। বর্ষার এর ফুল ও ফল হয়। এর ফল ৩-৪ ফুট লম্বা হয় এবং ব্যাস এক থেকে দেড় ইঞ্চি হয়। চিচিঙ্গার গায়ে ডোরা কাটা দাগ দেখা যায়। সব রকম মাটিতে চিচিঙ্গার চাষ করা যায় তবে জৈব সার সমৃদ্ধ দো-আশঁ ও বেলে দো-আশঁ মাটিতে ভালো জন্মে। বাংলাদেশ ছাড়াও ভারতের সকল রাজ্যে এর চাষ করা হয়ে থাকে। এর বীজ ও ফল এবং পাতা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।