গাছ চিনুন
গাছ চিনুনঃ কাকমাচী
কাকমাচী ইংরজি নাম Common Nightshade, Black Nightshade
কাকমাচী বৈজ্ঞানিক নাম Solanum nigrum Linn
প্রচলিত নাম কাকমাচী, ফুটি বেগুন
ইউনানী নাম মাকো, আয়ুর্বেদিক নাম কাকমাচী
পরিবার Solanaceae
কাকমাচী একটি ভেষজ উদ্ভিদ। কাকমাচী গাছ এক থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়। এ গাছটি পতিত জায়গায়, রাস্তার পাশে অযত্নেই হয়ে থাকে। পাতা সরল, একান্তর ও কোমল। পাতার বর্ণ কালচে সবুজ। ফল বেগুনের মত, তবে অপেক্ষাকৃত ছোট। ফুল সাদা। কাঁচা ফল সবুজ, পাকলে কাল বা হলুদাভ হয়। স্বাদে কাঁচা ফল তিক্ত, পাকা ফল মিষ্ট। মাটিতে পড়ে থাকা বীজ থেকে গীষ্ম ও বর্ষায় প্রচুর পরিমানে জন্মে থাকে। বীজ ছিটিয়েও চাষ করা যায়। এপ্রিল-মে মাসে বীজ বুনতে হয়। বোনার ২০-৩০ দিন পর চারা স্থানান্তর করা যায়। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এর ফল, পাতা, মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।