গাছ চিনুন
গাছ চিনুনঃ নীল গাছ
নীল গাছ বৈজ্ঞানিক নাম Indigofera tinctoria Linn
স্থানীয় নাম নিলিনী, রঞ্জনী, গ্রামিনিয়া, কালোকেশী, নীলপুষ্প, মধুপত্রিকা
জগৎ Plantae
বিভাগ Magnoliophyta
শ্রেণী Magnoliopsida
বর্গ Fabales
পরিবার Fabaceae
উপপরিবার Faboideae
গোত্র Indigofereae
গণ Indigofera
প্রজাতি I. tinctoria
দ্বিপদী নাম Indigofera tinctoria L.
নীল গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ। এই গাছের ভেষজ গুনও বিদ্যমান। প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্রে নীলের আছে প্রশস্তি। আধুনিক কবিরাজি চিকিৎসায় নীলে শিকড় ও পাতার নানা অসুখে ব্যবহৃত হয়। নীল গাছ বাংলাদেশ সহ সর্বত্র জন্মায়।