গাছ চিনুন
গাছ চিনুনঃ আপাং
আপাং ইংরেজি নাম Prickly Chaff- flower
আপাং বৈজ্ঞানিক নাম Achyranthes aspera L.
পরিবার Amaranthaceae
আপাং একটি ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত অনমনীয় ০.৩-১.০ মিটার উঁচু, কান্ড সাধারণত নিম্নাংশ হতে শাখাযুক্ত, সরেখ, কৌনিক, পর্বের উপরিভাগ পুরু। এর ফুল ৩০ সেমি পর্যন্ত লম্বা হয়। বৃতি পাতলা ঝিল্লীর ন্যায়, উপবৃতিগুলি কাঁটার মত দুইপাশে ডানাযুক্ত। ফুলগুলি ক্ষুদ্র ৩-৭ মিমি হয়ে থাকে। আপাং গাছ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গ্রীষ্মমন্ডলীয় এবং উষ্ণতর অঞ্চলে জন্মে। আপাং ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।