গাছ চিনুনঃ বেলি
বেলি বা বেলী ইংরেজি নাম Arabian jasmine
বেলি বৈজ্ঞানিক নাম Jasminum sambac
জগৎ Plantae
বিভাগ Tracheophyta
শ্রেণী Magnoliopsida
বর্গ Lamiales
পরিবার Oleaceae
গণ Jasminum
প্রজাতি Jasminum sambac
দ্বিপদী নাম Jasminum sambac (L.) Aiton
বেলি বা বেলী চিরসবুজ লতা। এটি এক প্রকারের সুগন্ধী সাদা ফুল। এই প্রজাতির গাছের উচ্চতা এক মিটার হতে পারে। এদের কচি ডাল রোমশ। পাতা একক, ডিম্বাকার, ৪-৮ সেমি লম্বা হয়। পাতা গাঢ়-সবুজ এবং মসৃণ। গ্রীষ্ম ও বর্ষায় একটি থোকায় কয়েকটি ফুল ফোটে। ডালের আগায় মাঝারী আকারের থোকা, সাদা ও সুগন্ধি, দলনল ১.৫ সেমি লম্বা ও মুখ ২ সেমি চওড়া, ৫ টি পাপড়ি। ফুলের আকার ও গড়ন অনুসারে কয়েকটি জাত আছে। ফুলের আকার ও গড়ন অনুসারে অনেক হাইব্রিড রয়েছে এবং করা হচ্ছে। কলম ও শিকড় থেকে গজান চারায় চাষ করা যায়। শীতকালে ছেঁটে দেয়া লাগে এবং টবেও ভালোভাবে জন্মানো যায়।এই গাছ বাংলাদেশ সহ ভারত, দক্ষিণ-পূর্ব ইউরোপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইরান, চীনে জন্মে। এই গাছের পাতা, ফুল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।