Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ জিকা

Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ০০:৩১
গাছ চিনুনঃ জিকা

জিকা বৈজ্ঞানিক নাম  Lannea coromandelica

অন্যান্য স্থানীয় নাম জিকা।

পরিবার Anacardiaceae

জিকা বহুবর্ষজীবী উদ্ভিদ। জিকা গাছ ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়।ছাল ধূসর বর্ণের ও অমসৃণ, পুরনো হলে লম্বালম্বিভাবে কাটা কাটা দাগ হয়। ডিসেম্বর মাসের শেষে পুরাতন পাতা ঝড়ে যায় এবং জানুয়ারি- এপ্রিল পর্যন্ত নতুন পাতা জন্মায় সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে ছোট ছোট ফুল ফোটে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়।  জিকা গাছ মূলত ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

উপরে