Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ পুনর্ণবা

Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ০০:৩৮
গাছ চিনুনঃ পুনর্ণবা

পুনর্ণবা ইংরেজি নাম Spreading Hogweed

পুনর্ণবা বৈজ্ঞানিক নাম Boerhaavia diffusa Linn

প্রচলিত নাম শ্বেত পুনর্ণভা

ইউনানী নাম বিস্‌খাপ্‌রা

আয়ুর্বেদিক নাম পুনর্ণবা

পরিবার Nyctaginaceae

পুনর্ণবা একটি বহুবর্ষজীবী লাতানো বীরৎ।  এদের পাতা ও ডাঁটা লালচে,  এমনকি ফল ও লালচে হয়। ঘন শাখাযুক্ত লতানো গাছ, শিকড় মোটা, তবে মূল শিকড় বেশ শক্ত। লতাটির প্রত্যেক শাখাসন্ধিতে জোড়া জোড়া ডিম্বাকৃতি পাতা হয়। এরা ঊর্ধ্বগ ০.৪.২০ মিটার লম্বা হয়। এই গাছের বংশ বিস্তার হয় বীজ এবং শাখা কলমের সাহায্য।  এই গাছ বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, আফ্রিকা,  আমেরিকা এবং অষ্ট্রেলিয়ায় জন্মে। পুনর্ণবা গাছের সবকিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয় থাকে।

উপরে