গাছ চিনুনঃ সেগুন
সেগুন ইংরেজি নাম Teak
সেগুন বৈজ্ঞানিক নাম Tectona grandis
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids
বর্গ Lamiales
পরিবার Lamiaceae
গণ Tectona
প্রজাতি T. grandis
দ্বিপদী নাম Tectona grandis L.f.
সেগুন একটি বৃহদাকার পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ। এই গাছ উচ্চতায় ৪০ মিটার পর্যন্ত হয়ে থাকে । এর কান্ডগুলো ধূসর বাদামি রংয়ের । পাতাগুলো অনেকটা ডিম্বাকার এবং মাঝে বেশ চওড়া, দৈর্ঘ্যে ১৫–৪৫ সে.মি. (৫.৯–১৭.৭ ইঞ্চি) এবং প্রস্থে ৮–২৩ সে.মি. (৩.১–৯.১ ইঞ্চি) । পাতাগুলো শক্ত বোটার দ্বারা কান্ডের সাথে যুক্ত থাকে এবং বোটা গুলো দৈর্ঘ্যে ২–৪ সে.মি. (০.৮–১.৬ ইঞ্চি) হয়ে থাকে । পাতার প্রান্তগুলো সমান। সুগন্ধি সাদা ফুল গুলো ২৫–৪০ সে.মি. লম্বা আর ৩০ সে.মি. ছড়ানো গুচ্ছের মধ্যে জুন থেকে আগস্ট মাসে ফুটে থাকে। সেগুন গাছের ফুল আকারে ছোট, রং সাদা এবং সুগন্ধ যুক্ত আর এর পাতা আকারে বড় এবং পেছন দিকে ছোট আঁশ থাকে ।সেগুন গাছের কাঠ বেশ শক্ত হয় এবং আসবাবপত্র বানাতে সেগুন কাঠের ব্যবহার সমাদৃত। সেগুন গাছ বাংলাদেশ সহ ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া জন্মে। সেগুন গাছের সবকিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।