Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ সুখদর্শন

Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ২২:১৫
গাছ চিনুনঃ সুখদর্শন

সুখদর্শন ইংরেজি নাম Poison Bulb, Giant Crinum Lily, Grand Crinum Lily, Grand Crinum Lily, Spider Lily

সুখদর্শন বৈজ্ঞানিক নাম Crinum asiaticum

জগৎ Plantae

বিভাগ Angiosperms

শ্রেণী Monocots

বর্গ Asparagales

পরিবার Amaryllidaceae

উপপরিবার Amaryllidoideae

গণ Crinum

প্রজাতি C. asiaticum

দ্বিপদী নাম Crinum asiaticum L

সুখদর্শন একটি উদ্ভিদ। বাংলার এটি একটি ফুল।  চমৎকার দর্শন এই ফুলে হালকা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের ঔষধি গুণও রয়েছে। উষ্ণমন্ডলীয় দেশসমূহে এটি বাগানের শোভাবর্ধক হিসেবে লাগানো হয়। এই গাছের গোড়ায় পেঁয়াজের মত কন্দ বা বাল্ব হয়। এর ফুল বেশ বড়, সাদা, সুগন্ধি এবং সুন্দর। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।

উপরে