Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ মনসা

Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ২৩:০২
গাছ চিনুনঃ মনসা

মনসা

মনসা বৈজ্ঞানিক নাম Euphorbia neriifolia

গণ ইউফরবিয়া

মনসা গাছ একটি শাখা- প্রশাখাবিহীন গাছ। এটি ইউফরবিয়া গণের অন্তর্ভুক্ত।  এই গাছ খুব লম্বা হয় না। মনসা গাছে কাঁটা হয়। মনসা গাছ বাংলাদেশের সবাই চেনে। বাংলায় এই গাছকে দেবীরূপে পূজা করা হয়। ভারতের বিভিন্ন স্হানে এবং প্রতিবেশী দেশগুলোতে এই গাছ দেখা যায়। মনসা গাছের মূল, কান্ড, পাতা ও শুকনো আঠা নানারকম ঔষধরূপে করা হয়।

উপরে