গাছ চিনুনঃ দইগোটা
দইগোটা ইংরেজি নাম Achiote বা lipstick tree
দইগোটা বৈজ্ঞানিক নাম Bixa orellana
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Malvales
পরিবার Bixaceae
গণ Bixa
প্রজাতি B. orellana
দ্বিপদী নাম Bixa orellana L.
দইগোটা একটি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। এই ফুলে পাপড়ির কিঞ্চিত গোলাপি আভা যেন স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয় হৃদয়-মনকে। ফুলের মাঝে ঘন পুংকেশরগুলো কুকড়িয়ে ফুলের সৌন্দর্য্যকে আরো বাড়িয়ে দেয়। এ গাছের ফলগুলোও বেশ সুন্দর। ফলগুলো লাল বর্নের এবং এর ত্বক স্পাইনযুক্ত। এর বীজ থেকে হলুদাভ-কমলা বর্ণের রঞ্জক (বিক্সিন) পাওয়া যায়। কিছু দেশে এর রঞ্জক শরীর, বিশেষ করে ঠোট রং করার কাজে ব্যবহার করা হয়, তাই এর ডাকনাম হচ্ছে- লিপস্টিক গাছ। এর রঞ্জক মিস্টি দইয়ের রং করতে ব্যবহৃত হয়। এজন্যে এ গাছকে আঞ্চলিকভাবে দই-গোটা গাছ বলে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। দই গোটা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।