গাছ চিনুনঃ শ্বেতকাঞ্চন
শ্বেতকাঞ্চন ইংরেজি নাম Dwarf White Bauhinia, White Orchid-tree and Snowy Orchid-tree
শ্বেতকাঞ্চন বৈজ্ঞানিক নাম Bauhinia acuminata
জগৎ Plantae
বিভাগ Magnoliophyta
শ্রেণী Magnoliopsida
বর্গ Fabales
পরিবার Fabaceae
উপপরিবার Caesalpinioideae
গোত্র Cercideae
গণ Bauhinia
প্রজাতি B. acuminata
দ্বিপদী নাম Bauhinia acuminata L.
শ্বেতকাঞ্চন একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। শ্বেতকাঞ্চন ৩ মিটার পর্যন্ত উচু পত্রমোচী গাছ। পাতা ১০-১৫ সেমি দীর্ঘ এবং ৭-১২ সেমি প্রস্থ। পাতার আগা দুই ভাগে বিভক্ত, মসৃণ, নিচের শিরা সামান্য রোমশ। বসন্তের শেষ থেকে শরত পর্যন্ত ফুল হয়। পাতার কক্ষের একটি থোকায় কয়েকটি ফোটে, সাদা, গন্ধহীন, ৫ সেমি চওড়া, পাপড়ি সংখ্যা পাঁচটি এবং পাপড়ি মুক্ত। শুঁটি শিমের মতো চ্যাপ্টা, বিদারী ও ধুসর। বীজ কয়েকটি। বীজে চাষ করা হয়। ছেঁটে ছেঁটে রাখা যায়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনে জন্মে।