Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ বোতাম ফুল

Desk | আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:৪২
গাছ চিনুনঃ বোতাম ফুল

বোতাম ফুল Globe Amaranth

বৈজ্ঞানিক নাম হলো Gomphrena globosa

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Core eudicots

পরিবার Amaranthaceae

প্রজাতি G. globosa

বোতাম ফুল একটি ঝোপালো উদ্ভিদ । এই গাছ ৫০-৬০ সেমি পর্যন্ত উঁচু হয়। পাতা সরু, ২ সেমি চওড়া, দেখতে অনেকটা মেহেদি পাতার মত। ফুল উলের জামায় যেমন বোতাম থাকে ঠিক সেরকম গড়নের। খোসা ছাড়ানো সুপরির মত। লম্বা ডাটায় গোল গোল মঞ্জুরি, খাড়া। বেগুনি, হালকা বেগুনি ও সাদা রঙের ফুল। ঘ্রাণহীন। বর্ষা ও শীতে ফোটে। বংশ বিস্তার মূলত বিজের মাধ্যমে হয়। শুকিয়েও রাখা যায় ফুল। এই বোতাম ফুল গাছ বাংলাদেশের সর্বএ জন্মায়। বোতাম ফুল গাছ ঔষধ ব্যবহার করা হয়ে থাকে।

উপরে