Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ পাতি হলিহক

Desk | আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ০১:১২
গাছ চিনুনঃ পাতি হলিহক

পাতি হলিহক ইংরেজি নাম  Common hollyhock

পাতি হলিহক বৈজ্ঞানিক নাম Alcea rosea

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids

বর্গ Malvales

পরিবার Malvaceae

গণ Alcea

প্রজাতি A. rosea

দ্বিপদী নাম Alcea rosea L.

পাতি হলিহক একটি অলংকারিক উদ্ভিদ। এ গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট এবং এদের পাতা বড় ও লোমশ। হলিহক ফুলের সাদা, গোলাপী, মেজেন্টা ইত্যাদি জাত আছে। ডাবল ফুলের জাতও আছে। শীতের শেষে নতুন চারা গজায় বা লাগানো হয়, বসন্তে ফুল ফোটে। পাতি হলিহক হারবাল ঔষধ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে।

উপরে