গাছ চিনুনঃ গর্জন
গর্জন ইংরেজি নাম Niger/Rantil
গর্জন বৈজ্ঞানিক নাম Guizotina abyssinica
গোএ Compositae
প্রজাতি R. apiculata
দ্বিপদী নাম Rhizophora apiculata
গর্জন মূলত রাজসিক শ্রেণির বৃক্ষ। এই গাছ প্রায় চিরসবুজ ধরনের। আর উচ্চতার দিক থেকে ৪০-৫০ মিটারের মতো উঁচু হতে পারে। পাতা ডিম্বাকৃতির, শিরা সুস্পষ্ট, ১০ থেকে ১৮ সেমি লম্বা, আগা চোখা ও গোড়ার দিকে গোলাকার। বোঁটা ৩ থেকে ৭ সে.মি. লম্বা। লালচে সাদা রঙের ফুলগুলো ৬ থেকে ৮ সেমি চওড়া হতে পারে। ফল শুকনো ও পাখাযুক্ত। ফুল ফোটে বসন্তের শেষ ভাগে আর ফল পাকে মে-জুনে। গাছের আঠা সাদা রঙের। গর্জনের কাঠ লালচে বাদামি রঙের। বীজে ৩০-৫০% তেল এবং ২০% প্রোটিন রয়েছে। কাঠের তেল উৎকৃষ্টমানের জ্বালানি ও ঘুণ পোকা নিরাময়ে কাজে লাগে। মিয়ানমারে নৌকা তৈরিতে এ গাছের কাঠ ব্যবহার করা হয়। গর্জন গাছ বাংলাদেশ সহ সর্বত্র জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।