Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ সিনকোনা

Desk | আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ০৮:২৯
গাছ চিনুনঃ সিনকোনা

সিনকোনা ইংরেজি নাম Cinchona

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids

বর্গ Gentianales

পরিবার রুবিয়াসিয়াসি

উপপরিবার Cinchonoideae

গোত্র Cinchoneae

সিনকোনা একটি চিরসবুজ উদ্ভিদ। সিনকোনা গাছ ৫-১৫ মিটার (১৬-৪৯ ফুট) উঁচু হয়। পাতা বিপরীতমুখী, ১০-৪০ সে.মি. লম্বা। ফুল সাদা, গোলাপী বা লাল বর্ণের হয়। ছোট ক্যাপস্যুলের মত ফলের মধ্যে অনেকগুলো বীজথাকে। সিনকোনা যা সাধারণভাবে কুইনা নামে পরিচিত। এই গাছ প্রাকৃতিক ভাবে জন্মে। সিনকোনা বাংলাদেশ সহ আমেরিকা, জ্যামাইকা, ফরাসি পলিনেশিয়া, সুলাওয়েসি, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা এবন নিরক্ষীয় আফ্রিকারউপকূলে সাঁও টোমে এন্ড পিন্সিপেতে প্রাকৃতিক ভাবে জন্মে। এই গাছের ঔষধি গুণ আছে।

উপরে