সুন্দর ত্বক পেতে পাকা কলা
প্রতিটি মানুষই চায় সুন্দর ত্বকে নিজেকে সুন্দর করে তুলতে। বাজার চলতি যে সকল বিউটি প্রোডাক্ট রয়েছে, সেগুলো কতটা ভরসাযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। আপনার মসৃণ ও কোমল ত্বকের রহস্য কিন্তু আপনার হাতের মুঠোতেই। তবে সেই মুঠো খুলতে হলে আপনাকে কিন্তু। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য সুন্দর ত্বক পেতে পাকা কলার ব্যবহার। কলা প্রায় সকলের বাসায় থাকে। এই কলা দিয়ে করে ফেলতে পারেন আপনি আপনার সুন্দর ত্বক পাওয়ার জন্য রূপচর্চাটি।
আসুন তাহলে জেনে নেওয়া যাক সুন্দর ত্বক পেতে পাকা কলার রূপচর্চাটিঃ
যা যা লাগবেঃ
১। পাকা কলা ১টি
২। কয়েক ফোঁটা লেবুর রস
ব্যবহার পদ্ধতিঃ
১। একটি পাকা কলার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
২। এই প্যাকটি ত্বকে লাগিয়ে নিন এবং ১৫মিনিট রেখে দিন এবং আলতো হাতে একটু ম্যাসাজ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন ডি সমৃদ্ধ কলা ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়।তাহলে আর দেরি কেনো সহজলভ্য এই উপকরণ দিয়েই আজ থেকেই হয়ে যাক আপনার রূপচর্চা এবং আপনি থাকুন সুন্দর সব সময়।