গাছ চিনুনঃ বোতল ব্রাশ
বোতল ব্রাশ ইংরেজি নাম Weeping Bottlebrush
বোতল ব্রাশ বৈজ্ঞানিক নাম Callistemon viminalis
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Myrtales
পরিবার Myrtaceae
গণ Callistemon
প্রজাতি C. viminalis
দ্বিপদী নাম Callistemon viminalis
বোতল ব্রাশ (Weeping Bottlebrush) হচ্ছে বোতল ব্রাশ পরিবারের একটি উদ্ভিদ। এটিকে একটি চমৎকার দর্শন বাগানের গাছহিসাবে ধরা হয়। এর বৈজ্ঞানিক নাম: Callistemon viminalis। পাতা সরু ও লম্বা, ৩-৬.১ সেমি, সরু ডালের আগায় গুচ্ছবদ্ধ।তবে গাছের আকার ছোট এবং ডালগুলো অনেক ঝুলন্ত। পাতা সরু ও লম্বা। সারা বছর কয়েকবার ফুল ফোটে। ডালের আগায় ঝুলন্ত ছোট ছোট লাল ছড়া, দেখতে ব্রাসের মত। গাছটি লম্বায় ০.৫ মিটার থেকে ৮ মিটার পর্যন্ত উচু হতে পারে। ছোট ছোট ফলে অসংখ্য বীজ। বীজ, কলম ও দাবাকলমে চাষ। ফুল ফোটার সময় সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। এই গাছ বাংলাদেশেও জন্মে।