Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ পিউম

Desk | আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:৩৯
গাছ চিনুনঃ পিউম
পিউম ইংরেজি নাম Spider flower, Pink queen
 
পিউম বৈজ্ঞানিক নাম Cleome hassleriana
 
পরিবারের Cleomaceae 
 
পিউম একবর্ষজীবী দ্রুতবর্ধনশীল বীরুৎ। এই গাছ তিন-ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। কাণ্ড সবুজ, কাঁটাযুক্ত ও ঝোপালো। পাতা যৌগিক এবং পত্রফলক পাঁচ থেকে সাতটি, চারদিকে সন্নিবেশিত থাকে। শাখার আগায় লম্বা মঞ্জরিতে ফুল ধরে। ফুল বেগুনি-গোলাপি অথবা সাদা। প্রতিটি ফুলের পাঁচটি পাপড়ি এবং ছয়টি লম্বা পুংকেশর থাকে। বসন্তের শেষ থেকে শরৎ পর্যন্ত ফুল ধরে। প্রজাপতি এ ফুলের মধু পান করতে আসে। পিউম আর্দ্র পতিত জমি, হাওরের কান্দা, বাড়িঘরের আশপাশে এবং ছোট-বড় সড়কের পাশে ব্যাপক জন্মায় এবং প্রকৃতিতে ফুলের উজ্জ্বলতা ছড়ায়। মূলত শুকনো মৌসুমে চারা গজায় এবং মার্চ-এপ্রিলে ফুল আসে। হাওরে পুরো বর্ষার পানি আসার আগেই ফলের বীজ পরিপক্ব হয়ে ভূমিতে পড়ে। এর বীজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়।  এই গাছের পাতা ও ফুল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 

উপরে