Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ত্বকের উজ্জ্বলতা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আলু টমেটো

Desk | আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ০৭:২০
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আলু  টমেটো

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নানারকম উপায় মেনে চলি আমরা। অনেক সময় কেমিক্যালযুক্ত ক্রিম বা লোশনও ব্যবহার করে থাকি। কিন্তু তাতে করে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রয়োজন ঘরোয়া উপায়ে যত্নের। আর সেই যত্ন যদি হয় ঘরে থাকা সবজি দিয়ে তাহলে মন্দ হয়না, শিরোনাম দেখে এতক্ষনে আপনারা বুঝেই গেছেন আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য  ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আলু  টমেটোর প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আলু  টমেটোর প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) আলু ১টি (ছোট)
(২) টমেটো ১টি (ছোট)

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে আলু এবং টমেটো ভালো করে পরিষ্কার করে নিন এবং কেটে টুকরো করে নিন তারপর টুকরো গুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।

(২) ব্লেন্ড করা হয়ে গেলে তা আপনার মুখের ত্বকে ভালো করে আলতো হাতে লাহিয়ে নিন আপনি চাইলে এই প্যাক আপনার ঘাড়ে গলায়ও ব্যবহার করতে পারেন।

(৩) প্যাক লাগানোর পর ১৫ মিনিট রাখুন এবং তারপর মিনিট দুয়েক মুখ ম্যাসাজ করে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।

আলু বা টমেটো শুধু ভালো সবজিই নয় বরং এক একটি রং ফর্সাকারী উপাদান। আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি পাবেন দ্যুতিময় ত্বক।

উপরে