Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ ভৃঙ্গরাজ

Desk | আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ১৩:১৬
গাছ চিনুনঃ ভৃঙ্গরাজ

ভৃঙ্গরাজ ইংরেজি নাম Bringa Raj

ভৃঙ্গরাজ বৈজ্ঞানিক নাম Wedelia calendulacea Less

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids

বর্গ Asterales

পরিবার Asteraceae

গণ Sphagneticola

প্রজাতি S. trilobata

দ্বিপদী নাম Sphagneticola trilobata

ভৃঙ্গরাজ একটি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। স্থানভেদে কখনো ভূলুন্ঠিত হয়। এটির ফুল হলুদ হয়। ভৃঙ্গরাজের আরো তিনটি প্রজাতি লক্ষ্য করা যায়। একটির ফুল নীল, একটির সাদা এবং অন্যটির ডাঁটা একটু লালচে। ৩.৪ সে.মি. থেকে ৯.৫ সে.মি. পর্যন- লম্বা হয়। ডাঁটা রসালো, নরম, সূক্ষ্ণ লোমশ ও দ্রুত বাড়ে। বর্ষাকালে হলুদ রঙের ফুল হয় এবং শরৎকালে ফল হয়। এর ডাঁটা গিরা থেকে পাতা বের হয়। পাতার ৪.০-৮.০সে.মি. লম্বা এবং ১.২-২.০ সে.মি. পর্যন্ত চওড়া হয়। পাতার কিনারা হালকা খাঁজকাটা। ডাঁটার প্রতি গের থেকে দুটি করে পাতা বিপরীতমুখী হয়ে গজায়। পাতার আকৃতি লম্বাটে বর্শাকৃতি অমসৃণ ও খসখসে। বাংলাদেশের প্রায় সর্বত্র এ তৃণটি দেখা যায়। তবে ভেজা বা আর্দ্র জায়গা এর জন্য বিশেষ উপযুক্ত। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।  ভৃঙ্গরাজ বাংলাদেশের সর্বত্র পাওয়া।

উপরে