গাছ চিনুনঃ পরশপিপুল
পরশপিপুল বৈজ্ঞানিক নাম Thespesia populnea Syn: Hibiscus populnea
প্রচলিত অন্যান্য নামের মধ্যে Indian Tulip Tree, Pacific Rosewood, Seaside Mahoe
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Malvales
পরিবার Malvaceae
গণ Thespesia
প্রজাতি T. populnea
দ্বিপদী নাম Thespesia populnea (L.) Sol. ex
Corrêa
পরশপিপুল মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। এই গাছ ৭ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা তাম্বুলাকৃতির, ১২ সেমি পর্যন্ত লম্বা হতে পারে, বোঁটা পাঁচ সেমি দীর্ঘ। অশ্বত্থ পাতার সঙ্গে ঘনিষ্ঠ মিল রয়েছে। ফুল একক বা সজোড়, পাঁচ থেকে সাত সেমি চওড়া, হালকা হলুদ। ভেতরে গাঢ় লাল দাগ। অনেকগুলো পরাগকেশর যুক্ত জবা ফুলের মতো, বাসি ফুল লালচে। প্রস্ফুটনকাল গ্রীষ্ম-বর্ষা হলেও প্রায় সারা বছরই দু-একটি ফুল দেখা যায়। ফল গোলাকার, তিন সেমি চওড়া, পাঁচ খণ্ড ও শক্ত। আপনাআপনিই ফেটে যায়। সাধারণত বীজ থেকেই বংশবৃদ্ধি। এ গাছের কাঠ দৃঢ় ও স্থায়ী। সাধারণত নৌকা, বন্দুকের বাঁট, গরুর গাড়ি ও চাষের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার্য। এই গাছ বাংলাদেশ ও ভারতের সর্বত্র পাওয়া যায়। পরশপিপুল গাছের শিকড়, বাকল ও বীজের তেল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।