Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ দীপ্ত লুচি পাতা

Desk | আপডেট : ১৮ মার্চ, ২০১৯ ১১:৩৯
গাছ চিনুনঃ দীপ্ত লুচি পাতা

দীপ্ত লুচি পাতা ইংরেজি নাম pepper elder বা shining bush plant

দীপ্ত লুচি পাতা বৈজ্ঞানিক নাম Peperomia pellucida

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Magnoliids

বর্গ Piperales

পরিবার Piperaceae

গণ Peperomia

প্রজাতি P. pellucida

দ্বিপদী নাম Peperomia pellucida Kunth

দীপ্ত লুচি পাতা একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ।  এই গাছ ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে সাধারণত হয়। বাংলাদেশের সর্বত্র স্হানে জন্মালেও এগুলো একেক অঞ্চলে একেক নামে পরিচিত। সাধারণত নরম বেলে দোঁআশ মাটিই বেশি উপযোগি। লবণে খুব কমই জন্মে। রাস্তার পাশে, পুকুর পাড়, বিল, ধানক্ষেতের আইল ও সবজি ক্ষেতের নরম মাটিতে গাছটি বেশি জন্মাতে দেখা যায়। পতিত জায়গায়ও জন্মে। গাছটি দেখতে ঝাকালো, ঘন পাতা। এর পাতা সবুজ তবে আকারে ছোট। গাছটি লম্বায় ৩১-৪০ সেমি। মূল কান্ডের উভয় পাশ দিয়ে ডাটা থাকে। ডাটার উভয় পাশ দিয়ে পাতা থাকে। পাতার দৈর্ঘ্য ২.৪ সেমি এবং প্রস্থ ১ সেমি। পাতার রং সবুজ, স্বাদ তেতো। কান্ড থেকে কচি পাতাসহ কান্ডের ডগা কেটে নিলে সেখান থেকে আবার নতুন কান্ড গজায়। কান্ডে ফুলও হয়। ফুল দেখতে সাদা, আকৃতিতে ছোট। ফুলের পাপড়ির উপরিভাগ সাদা কিন্তু নিচের দিকটা সবুজ। ফল দেখতে অনেকটা জিরার মতো। ফলের মধ্যের বীজ কাঠের ঘুনের চেয়েও ছোট ক্ষুদ্রাকৃতির। বসন্তের শেষের দিকে বীজ হয়। সংস্কৃতিতে এটি পরিচিত গ্রীষ্ম সুন্দরক হিসেবে। এটি শাক হিসেবে খাওয়া হয় এবং এদের ঔষধি ব্যবহার আছে।

উপরে