গাছ চিনুন
গাছ চিনুনঃ গিলা লতা
গিলা লতা ইংরেজি নাম Nicker bean
গিমা লতা বৈজ্ঞানিক নাম Entada scandens
জগৎ Plantae
বর্গ Fabales
পরিবার Fabaceae
গণ Entada
প্রজাতি Entada rheedii Spreng
গিলা লতা কাষ্ঠল গুল্ম আরোহী লতা জাতীয় চিরসবুজ উদ্ভিদ। এই গাছ প্রায় ১০-১৫ মিটার পর্যন্ত হয়। এই গাছ সুন্দরী, বাইন, গেওয়া, আমুর ইত্যাদি আশ্রয়ী গাছের কান্ড আঁকড়ে ধরে বেড়ে ওঠে। গিলা লতা গাছ ছায়াযুক্ত জন্মায় এবং ধীরে ধীরে বাড়ে। এদের লতানো কান্ড কাষ্ঠল নলাকার, বাকল মসৃণ ও গাঢ় বাদামী থেকে কালচে বর্ণের। গিলা লতার পাতা যৌগিক এবং পএফলক ২-৬ টি পএকযুক্ত। ছোট আকারের শীমের ফুলের মতো সাদা বর্ণের ফুল ফোটে। গিলা লতায় জুন-জুলাই মাসে ফল ধরে। প্রতিটি ফলে ১০-১৫ টি করে বীজ থাকে এবং বীজ গুলো চ্যাপ্টা গোলাকার শক্ত ও গাঢ় লালচে বর্ণের। এই গাছ বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মালেয়েশিয়ায় জন্মে। এর ঔষধি গুণাগুণ রয়েছে।