গাছ চিনুন
গাছ চিনুনঃ ডিজেল
ডিজেল বৈজ্ঞানিক নাম Copaifera langsdorffii
স্থানীয় নাম কুবাই, কেবিসমো
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Fabales
পরিবার Fabaceae
গণ Copaifera
প্রজাতি C. langsdorffii
দ্বিপদী নাম Copaifera langsdorffii Desf.
ডিজেল গাছ বা কেরোসিন গাছ হচ্ছে উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবনের গাছ। এই গাছ সাধারণত ২৫ থেকে ৪০ ফুট লম্বা হতে পারে। এই গাছে সাদা রংয়ের আকর্ষনীয় ফুল ও তৈলাক্ত ফল ধরে। রাবার গাছের মতো করেই এই গাছের গায়ে ছিদ্র করে রস বের করা হয়, যা ডিজেলের বিকল্প বায়োডিজেল হিসাবে ব্যবহার করা যায়, সেই তেল দিয়ে রীতিমত গাড়িও চালানো যায়, এটা এতই বিশুদ্ধ যে খনিজ তেলের মত পরিশোধনেরও প্রয়োজন হয় না। তেল দেয়ার উপযোগী হতে গাছগুলোকে প্রায় ১৫ বছরের মত সময় লাগে এবং প্রতিটি পূর্ণবয়স্ক গাছ বছরে ৩০ থেকে ৪০ লিটার তেল উৎপাদন করতে পারে।