গাছ চিনুন
গাছ চিনুনঃ বাঁশপাতি
বাঁশপাতি বৈজ্ঞানিক নাম Podocarpus neriifolius
জগৎ Plantae
বিভাগ Pinophyta
শ্রেণী Pinopsida
বর্গ Pinales
পরিবার Podocarpaceae
গণ Podocarpus
প্রজাতি P. neriifolius
দ্বিপদী নাম Podocarpus neriifolius D. Don
বাঁশপাতি একটি নগ্নবীজি উদ্ভিদ। এই গাছের উচ্চতা ২৫ মিটার এবং বেড় ২মিটার হয়ে থাকে। বাংলাদেশের একমাত্র নরম কাঠের বৃক্ষ। এটি উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের হালকা জলজ বনে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০ থেকে ১৬০০ মিটার উচ্চতায় জন্মে। এই গাছের পাতা লম্বাটে। সাধারণত ১২-২৫ সে.মি পর্যন্ত লম্বা হয়। এর পাতার প্রস্হ ৩-৪ সে.মি। বাঁশপাতি গাছ দিয়ে পেন্সিল, স্কেল, ফ্রেম ও খেলনা তৈরীতে এ কাঠ ব্যবহৃত হয়। এই গাছের ঔষধি গুণাগুণ রয়েছে। বাঁশপাতি গাছ বাংলাদেশ, ভারত, এশিয়া ও দক্ষিণ -পূর্ব এশিয়াতে জন্মে।