Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
জবা

জবা

Desk | আপডেট : ২১ নভেম্বর, ২০১৮ ১৩:৫৫
জবা

জবা (Hibiscus rosa-sinensis) একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Hibiscus rosa-sinensis Linn। এর সংস্কৃত নাম জপা, জবাপুষ্পম  আর সমার্থক বাংলা নাম জবা, ঝুমকা জবা, জবা কুসুম। এটি Rosids বর্গের Malvales পরিবারের অন্তর্ভূক্ত। জবা গাছের আদি নিবাস চীন। এই গাছের উচ্চতা ২.৫-৫ মি(৮-১৬ ফিট) ও প্রস্থ ১.৫-৩ মি(৫-১০ ফিট)। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও ৫টি পাপড়ি যুক্ত। ফুলগুলির ব্যাস ১০ সেমি(৪ ইঞ্চি) এবং এই ফুল গ্রীষ্মকালে ও শরৎকালে ফোটে। জবা ফুল নানা বর্ণের হয়। ভারতবর্ষে লাল রঙের জবাকে রক্তজবা বলা হয়। এছাড়া রয়েছে  শ্বেত জবা, হলুদ জবা, গোলাপি জবা। জাবা গাছ বাংলাদেশ ছাড়াও চীন,ভারত,এশিয়া মহাদেশে এই গাছ জন্মে। এই গাছের ফুল, পাপড়ি ও গাছের ছাল সবই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।


উপকারিতা:

১। চোখ উঠলে জবা ফুলের পাতা বেটে প্রলেপ দিলে ভাল উপকার পাওয়া যায়।

২। জবা ফুল বেটে রস করে পানিতে মিশিয়ে খেলে সর্দি, কাশি ভালো হয়।

৩। জবা ফুলের পাতার রস তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল ভালো থাকে।

৪। জবা ফুল বেটে পানি ও চিনির সাথে খেলে বমি বন্ধ হয়ে যায়।

৫। ঘন ঘন প্রস্রাব হলে জবা গাছের ছালের রস এক কাপ পানির সাথে পরিমাণমত চিনিসহ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৬। জবা ফুলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ জবা ফুল শুধু ক্যান্সার প্রতিরোধই করে না নিয়মিত এই জবা ফুল আহারে আমাদের বয়স বাড়ার প্রবণতাকে ধীর গতি সম্পন্ন করে তুলতে সহয়তা করে।

৭। জবা ফুল বেটে ব্রণের উপর লাগালে ব্রনের সমস্যা প্রাকৃতিকভাবেই ভালো হয়।

৮। প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে এই জবা ফুল খেলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ হয়।

উপরে