Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
বাবলা

বাবলা

Desk | আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ০০:২৫
বাবলা

বাবলা (Gum arabic tree, babul, thorn mimosa) এক প্রকার উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Acacia nilotica এবং সংস্কৃত নাম বলা হয় বর্বুর। এটি Fabaceae গোত্রের Acacia গণের অন্তর্ভুক্ত। এই গাছ সর্বোচ্চ ২৪-৩০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড সরল এবং গাছের উপরিভাগ ছাতার মতো বিস্তৃত হয়। এর কাণ্ড অত্যন্ত শক্ত। বাকল ফাটা ফাটা এবং ধূসর বর্ণের। এর পাতা ২-পক্ষল,পক্ষ ৬-১২টি, পত্রিকা ২০-৪০ টি, সরু, ৪-৮ মি মি লম্বা। এর ফুল মিষ্টি গন্ধের, গোলাকার, রঙ উজ্জ্বল হলুদ। ফুলের ব্যাস ১ থেকে ১০ ইঞ্চি। ফুলগুলো উভলিঙ্গ। পাপড়ির সংখ্যা ৫টি, পাপড়িগুলোর গোড়ার দিক সংযুক্ত থাকে। পুংকেশর অসংখ্য এবং বিযুক্ত অবস্থায় থাকে। বর্ষা ও শরতে ফোটে। এর ফল হয় শীতকালে। ফল ৩-৬ ইঞ্চি লম্বা হয় এবং ১/২ ইঞ্চি চওড়া হয়। তবে ফলগুলো চ্যাপ্টা হয়ে থাকে। এর রঙ সাদা। ফলে ৮-১০টি বীজ থাকে। এই গাছ বাংলাদেশ, ভারত, আফ্রিকায়, আমেরিকা, মেক্সিকো, ভেনেজুয়েলা জন্মে। এই বাবলা গাছ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।


উপকারিতা:

১। বাবলা গাছের ছাল সিদ্ধ করে খেলে আমাশয় ভালো হয়।

২। বাবলা গাছের মূল চূর্ণ করে তেলের সাথে প্রলেপ দিলে বাত ব্যথা ভালো হয়।

৩। বাবলা গাছের আঠা শ্বাসকষ্টে ব্যবহার করা হয়ে থাকে।

৪। বাবলা গাছের বীজ চূর্ণ করে গরম দুধের সাথে খেলে আলসারে উপকার পাওয়া যায়।

৫। বাবলা গাছের পাতা বেটে সেই রস সেবন করলে কফ নিঃসরণ হয়।

৬। বাবলা গাছের পাতা পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয়।

উপরে