Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
মাধবীলতা

মাধবীলতা

desk | আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ০৯:১৫
মাধবীলতা

মাধবীলতা (Hiptage) বৃক্ষারোহী লতা এবং দীর্ঘজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Hiptage benghalensis। মাধবী বা মাধবীলতার অনেক নাম- মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক ও ভ্রমরোৎসব। মাধবীর বোটানিক্যাল নাম Hiptage benghalensis (L.) Kurz., ফ্যামিলি Malpighiaceae। ডাল ছোট ছোট এবং ঝোপঝাড় হয়ে যায়। এভাবে বহুবর্ষী হলে ধীরে ধীরে মূল লতাটি বেশ মোটা হয়ে যায়। ডাল দু' তিন বছর পরপর কেটে দিতে হয়, তারপর লতা যতই বাড়তে থাকে ততই নতুন নতুন ডালপালা গজায় ফুল বেশি ফোটে। এর মোটা মোটা ডালের ছাল মেটে রঙের, ভেতরের কাঠ লালচে ও শক্ত। পাতা বিপরীতমুখী, আয়তকার, বোঁটার দিক থেকে আগা ক্রমশ সরু, সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়। অনেকটা চাঁপা ফুলের পাতার মতো। বাগানের শোভার জন্য যত্ন করে মাধবী লাগানো হয়। তবে এই লতা গাছটি এখন প্রায় দুষ্প্রাপ্য। ফুল দেখতে তিল ফুলের মতো এবং খুব সুগন্ধি। বসন্ত ও গ্রীষ্ম এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি এবং তার মধ্যে পঞ্চম পাপড়িটির গোড়ার দিক হলদেটে। মাধবীলতা অযত্নেও বাড়ে, বীজ থেকে চারা হয়, ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা পাওয়া যায়। মাধবীলতা লতা বাংলাদেশের সর্বএই পাওয়া যায়।  মাধবীলতা লতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

উপকারিতাঃ

১। পুরানা বাত সারাতে মাধবীলতার পাতার রস লাগালে উপকার পাওয়া যায়।

২। মাধুবীলতার পাতা ও ডালের রস করে খেলে হাঁপানির ও  শ্বাসকষ্ট ভালো হয়।

৩। মাধবীলতার শুকনো ছালের গুঁড়ো বিষাক্ত ঘায়ের উপর লাগালে উপকার পাওয়া যায়।

৪। মাধুবীলতার ডালের রস খেলে আমাশয় ভালো হয়।

উপরে