ক্ষেত পাপড়া
ক্ষেত পাপড়া
ক্ষেত পাপড়া (Common fumitory) এটি একটি ভোষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Oldenlandi acorymbosa। জলাসিক্ত ভূমিতে এই গাছ জন্মায়। বর্ষাশেষে অঙ্কুরিত হয়ে শরৎকালে বেড়ে ওঠে। কড়া রোদে শুকিয়ে যায়। বর্ষা থেকে গ্রীষ্মকাল পর্যন্ত এদের কাঁচা পাওয়া যায়। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। এই গাছের সব কান্ড ও পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতা:
১। রক্ত দূষণ হলে ক্ষেত পাপড়া পানিতে ফুটিয়ে সেই পানি সেবন করলে রক্তজনিত যে কোন চর্মরোগ ভালো হয়।
২। কাঁচা ক্ষেত পাপড়া শাকের মতো রান্না করে খেলে যে কোন জ্বরে উপকার পাওয়া যায়।
৩। শরীরে ক্ষত হলে ক্ষেত পাপড়া বেটে প্রলেপ দিলে ক্ষত ভালো হয় যায়।
৪। মুথা ও ক্ষেত পাপড়ার ক্বাথ খেলে অতিসার রোগে ভালো ফল পাওয়া যায়।
৫। ক্ষেত পাপড়ার ক্বাথ মধুসহ খেলে বমি ভালো হয়ে যায়।