Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
দাদমর্দন

দাদমর্দন

Desk | আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৬
দাদমর্দন

দাদমর্দন ( Ringworm Bush) এটি দ্রুত বর্ধনশীল নরম-কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Senna alata। সাধারণত ১ থেকে ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পুরু ও হলদেটে। বিশাল যৌগপত্র ১-পক্ষল, ২৫ থেকে ৬০ সেমি লম্বা, তাতে ৬ থেকে ১০ জোড়া আয়তকার, মাথা ভোঁতা পাতা থাকে। ফুল ফোটার মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি। ডালের আগায় ১৫ থেকে ২০ সেমি খাড়া ডাঁটায় হলুদ রঙের ফুল নিচ থেকে ওপরের দিকে ফোটে। ফুল বাদামি-হলুদ পুষ্পপুটে ঢাকা, প্রস্ফুটিত অবস্থায় মুক্ত পাপড়ি সংখ্যা ৫টি, ২ থেকে ৫ সেমি চওড়া, মাঝখানে কয়েকটি অসমান পুংকেশর। ফল ১৫ থেকে ২০ সেমি লম্বা, আপনা আপনিই ফেটে যায়। দাদমর্দন ক্যাশিয়া জাতের ফুল। সাধারণত ডোবার ধার, ক্ষেতের মধ্যবর্তী আল এবং অনাবাদি স্থানেও জন্মায়।নবীজ ডিম্বাকার ও ঠোঁটযুক্ত। এই গাছ বাংলাদেশ সহ মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় জন্মে। এই গাছ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। দাদমর্দন গাছের পাতা বেটে প্রলেপ দিলে চর্মরোগ ভালো হয়।

২। দাদ হলে দাদমর্দন গাছের পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

৩। বিষাক্ত পোকা-মাকড় কামড় দিলে সেই স্হানে দাদমর্দন গাছ বেটে প্রলেপ দিলে ব্যথা ও ক্ষত ভালো হয়।

৪। দাদমর্দন গাছের পাতা সিদ্ধ করে সেই পানি সেবন করলে জ্বর ভালো হয়ে যায়।

 

উপরে