জারুল
জারুল (Giant Crape-myrtle, Queen's Crape-myrtle) মধ্যমাকৃতি, পএমোচী বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Lagerstroemia speciosa। বাংলাদেশের নিম্নভূমির একান্ত অন্তরঙ্গ তরুদের অন্যতম। জারুল গাছ ধূসর মসৃণ কাণ্ডবিশিষ্ট। জারুল গাছ ২০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর পত্র বৃহৎ, ৬-৮ ইঞ্চি দীর্ঘ, আয়তাকৃতির মসৃণ ও দেখতে গাঢ় সবুজ। এর পাতার পিঠের রঙ ঈষৎ ম্লান। এর পত্রবিন্যাস বিপ্রতীপ। মঞ্জরী অনিয়ত, শাখায়িত, বহুপৌষ্পিক ও প্রান্তিক। জারুলের ফুলের বেগুনি বর্ণ যেমন আকর্ষণীয়, তেমনি শোভন-সুন্দর তার পাঁপড়ির নমনীয় কোমলতা। ছয়টি মুক্ত পাঁপড়িতে গঠিত এর ফুল। যদিও এর রং বেগুনি, তবুও অনেক সময় এর রং সাদার কাছাকাছি এসে পৌঁছায়। বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত জারুল গাছে ফুল ফোটে। পাতা ও ফল একই সাথে ঝড়ে পড়ে। জারুল গাছ বাংলাদেশ সহ ভারত, চীন, মালয়েশিয়ায় এই গাছ জন্মে। এই গাছের পাতা, মূল ও শিকড় ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। জারুল গাছের শিকর সিদ্ধ করে সেই পানি সকাল বিকেল সেবন করলে দ্রুত জ্বর ভালো হয়ে যায়।
২। অনিদ্রা হলে জারুল গাছের মূল চূর্ণ করে গরম পানির সাথে নিয়মিত রাতে খেলে অনিদ্রা কেটে যায়।
৩। বাত ব্যথা হলে জারুল গাছের পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
৪। জারুল গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি মধুর সাথে মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায়।