গোলপাতা গাছ
গোলপাতা মূলত পাম জাতীয় বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Nypa fruticans। এর পাতা গোল নয়, কিন্তু তারপরেও এর নাম গোলপাতা। এর পাতা নারিকেল পাতার মত এক প্রকার লম্বা পাতা বিশিষ্ট গাছ বিশেষ। পাম গোত্রের তালগাছ সদৃশ এই গাছ আকৃতিতে ছোট। এর কাণ্ড মাটির নিচে অনুভূমিক বিস্তার লাভ করে। শুধু এর পাতা এবং ফুল মাটির উপরে দৃশ্যমান হয়। এর ডাঁটাসহ পাতার ফলক দৈর্ঘ্য ৮ থেকে ১০ ফুট হয়ে থাকে। এই গাছগুলো নদীর পার জুড়ে এই গাছ জন্মে। আই গাছ বাংলাদেশের সুন্দরবন ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় অনেক দেশের সমুদ্রতীরবর্তী অংশে জন্মে। এর লাল রঙের স্ত্রীফুল উপরের দিকে ফোটে। পক্ষান্তরে হলুদ পুরুষ ফুলগুলো অপেক্ষাকৃত নিচুতে ফোটে। এর ফল জাম্বুরা মত বড়। ঘর ছাওয়া ও ঠোঙা বানানোর জন্য গোলপাতা ব্যবহার করা হয়। গোলপাতার ফল অনেকটা তাল শাঁসের মত।
এই গাছের পাতা ঘরের চাল ছাওয়ার জন্য ব্যবহৃত হয়। এর ফলে প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে। এই গাছ বাংলাদেশ সহমালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, বোর্নিও, পপুয়া নিউ গিনি , মায়ানমারে জন্মে। এই গাছের পাতা, ফল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। এই গাছের ফল খেলে চর্মরোগে উপকার পাওয়া যায়।
২। গোলপাতা গাছের শিকড় সিদ্ধ করে সকাল বিকেল সেবন করলে আমাশয় ভালো হয়ে যায়।
৩। অনিদ্রার সমস্যা দেখা দিলে গোলপাতা গাছের শিকড় সিদ্ধ করে শোবার আগে সেবন করলে অনিদ্রার সমস্যা কেটে যায়।
৪। বাতের ব্যথা হলে গোলপাতা গাছের পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
৫। মুখে অরুচি ভাব দেখা দিলে এই গাছের ফল খেলে অরুচি ভাব কেটে যায়।