Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
গামারি

গামারি

Desk | আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৮
গামারি

গামারি (Chandahar Tree, Cashmere Tree, Comb Teak, White Teak) একটি দ্রুত বর্ধনশীল গাছ। এর বৈজ্ঞানিক নাম Gmelina arborea। এটি Lamiaceae পরিবারের অন্তভূক্ত। গামারি সবুজ ও ঘন বিশিষ্ট একটি বৃক্ষ। গামারি একটি দ্রুত বর্ধনশীল গাছ। লম্বা গড়নে ১৫ থেকে ২০ মিটার উঁচু হয়। পত্রমোচী গাছ, প্রশাখা ও কুঁড়ি রোমশ। বাকল সাদাটে। পাতা তাম্বুলাকৃতি, ১০ থেকে ২০ সেমি লম্বা। উপরে উজ্জ্বল সবুজ,নিচে পান্ডুর,বোটা ৬ থেকে ১০ সেমি লম্বা। শীতে পাতা ঝরে। এটি অত্যধিক খরা সহনশীল। বসন্ত কালে পাতাহীন ডালে ডালে দেখা যায় গাঢ় হলুদ বরণ ফুল।ফুলের অনেক মিষ্টি গন্ধ, ফুল ৩ থেকে ৩.৫ সেমি লম্বা, ২ ভাগে বিভক্ত। এর পুষ্পমধু ভোমরাদের খুবই প্রিয়। গামারির ফল দেখতে গোলাকার। ৩ সেমি চওড়া, শাঁসাল, পাকলে হালকা হলুদ হয়। এই গাছ বাংলাদেশ সহ ভারত ও এশিয়ায় জন্মে। এই গাছ ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। গামারি গাছের পাতার রস জীবাণুনাশক হিসেবে কাজ করে।

২। গামারি গাছের মূল সিদ্ধ করে সেই পানি সেবন করলে জ্বর ভালো হয়ে যায়।

৩। পেটের সমস্যা হলে গামারি গাছের পাতার রস খেলে উপকার পাওয়া যায়।

৪। কফ, কাশি হলে গামারি গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৫। গনোরিয়া সমস্যা দেখা দিলে এই গাছের রস খেলে গনোরিয়া ভালো হয়।

৬। গামারি গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি সেবন করলে কৃমির সমস্যা ভালো হয়।

৭। গামারি গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি দুধের সাথে সেবন করলে কুষ্ঠরোগ ভালো হয়।

উপরে