আপাং
আপাং( Prickly Chaff- flower) একটি ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Achyranthes aspera L.। এই গাছ সাধারণত অনমনীয় ০.৩-১.০ মিটার উঁচু, কান্ড সাধারণত নিম্নাংশ হতে শাখাযুক্ত, সরেখ, কৌনিক, পর্বের উপরিভাগ পুরু। এর ফুল ৩০ সেমি পর্যন্ত লম্বা হয়। বৃতি পাতলা ঝিল্লীর ন্যায়, উপবৃতিগুলি কাঁটার মত দুইপাশে ডানাযুক্ত। ফুলগুলি ক্ষুদ্র ৩-৭ মিমি হয়ে থাকে। আপাং গাছ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গ্রীষ্মমন্ডলীয় এবং উষ্ণতর অঞ্চলে জন্মে। আপাং ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। আপাং গাছের মূল ছেঁচে রস করে খেলে জ্বর ভালো হয়।
২। হাত,পা কেটে গেলে আপাং গাছের কচি পাতার রস দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
৩। আপাং ফুল বেটে দই ও চিনির সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হবে।
৪। আপাং গাছের শুকনো গুঁড়া খেলে কুষ্ঠরোগ ভালো হয়।
৫। আপাং গাছের পাতা বেটে খেলে গনোরিয়া ও শ্বাসকষ্ট ভালো হয়।
৬। পোকার কামড়ে ক্ষত হলে সেই স্থানে আপাং পাতার রস লাগলে ক্ষত ভালো হয়।
৭। আপাং বীজের গুঁড়া মাখন ও দুধের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তে পাথর হয় না।
৮। আপাং গাছ ছেচে এর সঙ্গে সমপরিমাণ কালমেঘ মিশিয়ে পানিতে জ্বাল দিয়ে ছেঁকে এই পানি পান করলে শোথ বা হাত-পা ফোলা রোগে উপকার পাওয়া যায়।
৯। খোস পাঁচড়া ও চুলকানিতে পুরো গাছ আধা ছেচা করে সমপরিমাণ চিরতা ও নিম ছাল মিশিয়ে দুই কাপ পানিতে জ্বাল দিয়ে এই পানি সেবন করতে হবে। উপকার পাওয়া যায়।
১০। আপাং গাছের সম্পূর্ণ অংশ মিহি গুঁড়া করে এক গ্লাস ডাবের পানির সঙ্গে মিশিয়ে দিনে দু-তিনবার পান করলে মূত্র সংক্রমণ ভালো হয়।