Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
জুঁই

জুঁই

Desk | আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৭
জুঁই

জু্ঁই (Star jasmine, winter jasmine) এটি গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Jasminum multiflorum। এটি Scrophulariales বর্ণের  Oleaceae পরিবারভূক্ত। জুঁই ফুলের পাতা বেলি ফুলের মতো। ফুলগুলো সাধারণত ২.৫ সেমি (০.৯৮ ইঞ্চি) হয়ে থাকে। তারা সাদা অথবা হলুদ হয়ে থাকে, যদিও র্যাডিশ রঙে তাদের খুবই কম দেখা দেয়। জুঁইয়ের ফল পাকলে কালো হয়। এটি মূলত শীতকালে ফোটে তাই এর অন্য নাম শীত জুঁই  সংস্কৃত ভাষায় একে মাঘ মল্লিকা বলা হয়। যেহেতু এটি মাঘ মাসে ফোটে। এটিকে বাংলায় কুন্দ। এটির ফুল মাঝে মাঝে এতো বেশি ফোটে যে পাতাহীন গাছটিকে সাদা মনে হয়। জুঁই বাংলাদেশের সর্বত্র জন্মায়। জুঁই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতা:

১। জুঁই ফুল দিয়ে চা বানিয়ে খেলে ঘুম খুব ভালো হয়।

২। যাদের বিভিন্ন চর্ম সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত  ফুলের রস করে দিনে দুই বার ক্ষত স্থানে লাগালে চর্ম রোগ দ্রুত সেরে যায়।

৩। অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড় দিলে জুঁই ফুলের রস লাগালে বিষ কমে যায়।  

৪। শরীরের কোন স্থান ফুলে গেলে জুঁই ফুলের রস লাগালে ফোলা কমে যায়।

উপরে