Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
রাখাল শসা

রাখাল শসা

Desk | আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩০
রাখাল শসা

রাখাল শসা (Bitter apple, Colocynth, Vine of Sodom) এটি লতা জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Citrullus colocynthis। এটি Cucurbitaceae  পরিবারভুক্ত। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। এর আদি নিবাস ভূমধ্যসাগরীয় অঞ্চল, এশিয়া এবং তুরস্ক। এর লতা অনেকটা তরমুজ লতার মত, তবে এতে ছোট ও শক্ত ফল হয় যার ভেতরটা তিতা। এর গায়ে শুঁয়ো থাকে। এই ফল কিন্তু বিষ। পাগলা কুকুর মারার জন্য খাদ্যের সঙ্গে এই বীজ মিশিয়ে কুকুর মারা হয়, ইুঁদুর মারা হয়। এই গাছ বাংলাদেশেও বেশ জন্মে। রাখাল শসা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

উপকারিতা :

১। রাখাল শসার মূলের রস আখের গুড়ের সঙ্গে খেলে কমলা রোগ ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।

২। শুকনো রাখাল শসার মূল পানিতে বেটে ফোঁড়ায় লাগালে ফোঁড়া তারাতারি পেকে ভালো হয়ে যায়।

৩। কোন জায়গায় কাঁটা ফুটলে রাখাল শসার মূলের প্রলেপ দিলে কাটা বের হয়ে আসে।

৪। রাখাল শসার মূলচূর্ণ সামান্য পিপুল ও আখের গুড়ের সাথে সেবন করলে সন্ধিবাত ভালো হয়।

উপরে