বেড়েলা
এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Sida cordifolia। এটি Malvales পরিবারের অন্তভূক্ত। এই গাছ সাধারণত ২-৩ ফুট লম্বা হয়। ভারতের উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের যন্ত্রতএ হয়ে এই গাছ হয়ে থাকে। বর্ষার সময় এই গাছ জন্মায়। ভাদ্র মাস থেকে ফুল ও ফল হয়। ফাল্গুন -চৈএ মাসে এর বীজ পেকে ঝরে যায়। যেসব গাছে হলুদ ফুল হয় তাদের বলা হয় পীত বেড়েলা। আর যে গাছে সাদা ফুল হয় তাকে শ্বেত বেড়েলা বলে। সাদা ফুলের গাছ বেশি বড় হয় না। তবে বর্তমানে অনেক জাতের বেড়েলা গাছ দেখা যায়। এর ফুল ও ফল ছোট। এই গাছের পাতার ধার বা কিনারা করাতের মতো মতো কাটা এবং আকারে বর্ষাকৃত।এই গাছ চাষ করতে হয় না পতিত জমিতে। এই গাছ বাংলাদেশ, ভারত,অস্ট্রেলিয়া, নিউ গিনি, ফিলিপাইনসহ এশিয়া ও দক্ষিণ আমেরিকায় জন্মে। এই গাছের মূল সহ সমস্ত গাছটা ঔষধে ব্যবহার করা হয়।
উপকারিতা :
১। স্বরভঙ্গ হয়ে কথা বলতে সমস্যা হলে বেড়েলা ছাল মধু সহ মিশিয়ে চেটে খেলে স্বরভঙ্গ ভালো হয়।
২। বেড়েলার ছাল চূর্ণ করে গরম দুধের সাথে মিশিয়ে খেলে হৃদযন্ত্র বৃদ্ধি উপকার হয়।
৩। বেড়েলার গাছ মূলসহ পানিতে সেদ্ধ করুন। তারপর এই পানির সাথে হালকা গরম দুধ মিশিয়ে খেলে রক্তপিওে উপকার পাওয়া যায়।
৪। অর্শ রোগ হলে বেড়েলার মূল থেঁতো করে সেদ্ধ করুন। এই পানির সাথে খৈ চূর্ণ করে সেবন করলে অর্শের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
৫। বেড়েলার মূল থেঁতো করে সেদ্ধ করে সেই পানি নিয়মিত সেবন করলে মূএকৃচ্ছ ভালো হয়।
৬। বেড়েলার মূল বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিলে ফোঁড়া দ্রুত ভালো হয়ে যায়।