দেবদারু
দেবদারু (Debdaru) একটি চিরহরিৎ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Polyalthia longifolia। এটি Annonaceae গোত্রের অন্তভূক্ত। দেবদারু গাছ বেশ বড় হয়। দেবদারুর আদি নিবাস শ্রীলঙ্কায়। অন্যান্য গাছের তুলনায় আকারে ও উচ্চতায় বেশ বড় হয়। দেবদারুর পাতাগুলি সরু ও ঝাটার কাঠির মত। এর ফলগুলি সবুজ রঙের হয়। ফুল দেখতে ছোট এবং সবুজ-সাদা। ফল পাকে জুলাই-আগস্টে মাসে। প্রত্যেকটি ফল ১সেমি লম্বা, ডিম্বাকার হয়। এই গাছের ছাল লঘু,তিক্ত, স্নিগ্ধ,কটু বিপাক ও উষ্ণবর্ষে যুক্ত। বাংলাদেশের বিভিন্ন জায়গার ও এই গাছ জন্মে। দেবদারু প্রয়োগ করলে জ্বর, বায়ু,কাশ,হিক্কা,রক্তদোষ ও আমদোষ প্রশমিত হয়। দেবদারু গাছের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতা :
১। কাশিতে : দেবদারু গাছের ছাল চূর্ণ করে নিয়ে কাপড়ে ছেঁকে নিন। সেই চূর্ণের সাথে মধু মিশিয়ে চেটে খান কাশি ভালো হয়ে যাবে।
২। চুলকানিতে : দেবদারু গাছের ছাল চূর্ণ করে নিয়ে সরষের তেলের সাথে মিশিয়ে চুলকানি স্থানে লাগিয়ে ধুয়ে ফেললে চুলকানি ভালো হয়ে যায়।
৩। পেটে বায়ু হলে : দেবদারু গাছের ছালের ক্বাথ মধুর সাথে মিশিয়ে খেলে উপকার হয়।
৪। আমাশয় হলে : দেবদারু গাছের ছাল সেদ্ধ করে সেই পানি সেবন করলে আমাশয় ভালো হয়।
৫। প্রমেহ রোগে: দেবদারু গাছের ছালের রস মিছরির সাথে শরবত বানিয়ে খেলে উপকার পাওয়া যায়।