Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
মুক্তোঝুরি

মুক্তোঝুরি

Desk | আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮ ২৩:০১
মুক্তোঝুরি

মুক্তোঝুরি( Indian Nettle) এটি একটি একবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ( Acalypha indica) এটি ইউফরবিয়াসি পরিবারের একালিফা গনের একটি সপুষ্পক ছোট বীরুৎ। এই গাছ এক থেকে তিন ফুট পর্যন্ত উঁচু হয়। এই গাছে নাকছাবির মতো সবুজ রংয়ের ফুল হয়। এটি সাধারণত ছায়াময় ও স্যাঁতসেঁতে জায়গা বেশি জন্মায়। এটি সাধারণত রাস্তার ধারে, অব্যবহার্য জমিতে, দেওয়ালের ফাটলে ইত্যাদি জায়গায় জন্মায়। তাছাড়াও নদীর পাড়ে, জঙ্গলের ধারে পাথুরে পাহাড়ি এলাকায় ইত্যাদি জায়গাতেও জন্মায়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, ইয়েমেন, ওসিয়ানিয়া, নাইজেরিয়া, নিরক্ষীয় আফ্রিকায় জন্মে। এই গাছের মূলসহ সমগ্র গাছটাই ঔষধিরূপে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতা:

১। মুক্তোঝুরি পাতার রস অল্প পরিমান নিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে শিশুর বুকে মালিশ করলে শিশুর হাঁপানি ভালো হয়।

২। শিশুর তাড়কা রোগ হলে মুক্তোঝুরির শুকনো গাছ পানিতে সেদ্ধ করে এই ক্বাথ লবন মিশিয়ে শিশুকে খাওয়ালে উপকার পাওয়া যায়।

৩। বিছা কামড়ালে মুক্তোঝুরির কাঁচা পাতা বেটে প্রলেপ দিলে যন্ত্রণা এবং বিষ কেটে যায়।

৪। কানে ব্যথা বা যন্ত্রণা হলে শুকনো মুক্তোঝুরির গাছ পানিতে সেদ্ধ করে এই পানি সকাল বিকেল কানে এক ফোঁটা করে দিলে উপকার পাওয়া যায়।

৫। কাঁচা মুক্তোঝুরির পাতা বেটে একদিন পরপর প্রলেপ দিলে ছুলি সেরে যায়।

৬। শুকনো মুক্তোঝুরির গাছসহ পানিতে সেদ্ধ করে এই ক্বাথ চিনির সাথে শিশুকে খাওয়ালে বুকে সর্দি বসলে উঠে যায়।

৭। মাথায় ক্ষত হলে মুক্তোঝুরির পাতা বেটে প্রলেপ দিলে ক্ষত ভালো হয়ে যায়।

৮। মুক্তাঝুরির পাতার রস পান করলে বমি ভালো হয়।

৯। আগুনে শরীরর কোন অংশ পুড়ে গেলে মুক্তাঝুরির পাতার ক্বাথ লাগালে জ্বালা- যন্ত্রণা কমে।

১০।  মুক্তাঝুরির পাতার রস পান করলে বমি উদ্রেক হয়।

১১। শুকনো মুক্তোঝুরির পাতার গুড়ো পানির সাথে খেলে কৃমিনাশ হয়।

উপরে