Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
আগরা

আগরা

Desk | আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ২৩:২৭
আগরা

আগরা বা জামাই নাড়ু (Xanthium strumarium) এটি একপ্রকারের উদ্ভিদ। এটি Asteraceae পরিবারের অন্তর্গত। অনেকে ভুল করে এটাকে ঘাগরা ফল ও বলে থাকেন। আগরা গাছটি প্রায় ৩০ - ৪০ সে.মি. লম্বা, পাতাযুক্ত একটি বর্ষীয় গাছ। পাতা একক, একান্তর, তলের ওপরে সামান্য খরতা থাকলেও ইহা রোমশ নয়। পাতা চওড়া, ডিম্বাকার, আয়তাকার, ৮-১২ সে.মি. দীর্ঘ, ৫-৮ সে.মি. চওড়া, প্রান্ত ওঠা বা সভংগ। পুষ্প মঞ্জরী মুণ্ডক, দ্বিপুস্পক। অর্থাৎ এক লিংগবৎ, পুংপুষ্প, স্ত্রীপুষ্প ভিন্ন ভিন্ন গাছে ধরে। পাপড়ি ৫ টা, পুংকেশর ৫ দল। ফল আয়তাকার, উপবৃত্তাকার, ১-২ ছে.মি. দীর্ঘ, ৭-১২ মি.মি. চওড়া। ফলটি জীব-জন্তুর গায়ে এর রোয়াগুলি দ্বারা লেগে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তারিত ও তারপর অংকুরিত হয়ে বংশবৃদ্ধি করে। তদুপরি পানির দ্বারাও ভেসে এই ফলের বিস্তার হতে পারে। এই গাছ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, চীন দেশে জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। কুষ্ঠ রোগ হলে আগরা গাছের পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ঘা দ্রুত ভালো হয়ে যায়।

২। আমাশয় হলে আগরা গাছের শেকড় সিদ্ধ করে সকাল বিকেল সেবন করলে আমাশয় রোগে উপকার পাওয়া যায়।

৩। আগরা গাছের ফলের শ্বাস খেলে মৃগীরোগ ভালো হয়।

৪। আগরা গাছের পাতার রস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।

৫। আগরা গাছের পাতার গুড়ো ত্বকের রুক্ষতা দূর করে এবং ব্রণ দ্রুত ভালো করে।

উপরে