Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
উদাল

উদাল

Desk | আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৮ ১২:১৯
উদাল

উদাল (Hairy Sterculia বা Elephant rope tree) একটি সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Sterculia villosa। উদাল ২০ মিটার বা ততোধিক উঁচু পত্রমোচী মাথা ছড়ান গাছ। এদের বাকল সাদাটে রঙের। এদের পাতার বোঁটা লম্বা, ফলক বড় ও পাতা খাঁজকাটা, পাতার প্রশাখার আগায় পাতা ঘনবদ্ধ। এদের নিষ্পত্র শাখার লম্বা, ও ঝুলন্ত ডাঁটায় অনেকগুলি ফুল হয়, ফুল পুংলিঙ্গ ও উভয়লিঙ্গ, ফুল ১.৫ সেমি চওড়া। ফুলগুলি হলুদ রঙের, ফুলের ভেতর বেগুনি। এদের ডাঁটায় একসঙ্গে কয়েকটি রোমশ বিদারী শুষ্ক ফল গুচ্ছবদ্ধ, পাকলে গাঢ় লাল। এই গাছের বড় বড় কয়েকটি বীজ থাকে এবং বীজের রং কালো। বাংলাদেশসহ ক্রান্তীয় এশিয়ার প্রজাতি, বাকল থেকে আঁশ পাওয়া যায়। এদের বীজে চাষ করা হয়। উদাল গাছের কাঠ বাদামি রংয়ের হয়ে থাকে । কাঠ সাধারণত নরম ও হালকা হয়। এই গাছের কাঠ দিয়ে চা বাক্স বানানো হয়। এই গাছের বাকল থেকে এক ধরনের আঁশ পাওয়া যায়, সে আঁশ দিয়ে মোটা রশি তৈরি করা হয়। উদাল গাছ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় জন্মে।  এই গাছ ভেষজ উদ্ভিদ হিসেবে  ব্যবহার করা হয়ে থাকে।


উপকারিতাঃ

১। উদাল ফুলের বৃন্ত ছেঁচে পানির সঙ্গে চিনি দিয়ে শরবত করে খেলে প্রস্রাবের সমস্যা ভালো হয়।

২। শরীরে জ্বালা পোড়া হলে উদাল গাছের বাকল থেঁতো করে এই রস শরবত বানিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৩। নিয়মিত উদাল ফুলের বৃন্ত ছেঁচে পানির সঙ্গে চিনি দিয়ে শরবত করে খেলে বাতের ব্যথা ভালো হয়।

৪। উদাল গাছের বাকল সেদ্ধ করে সেই ক্বাথ  দুধের সাথে মিশিয়ে  প্রতিদিন সকাল বিকেল সেবন করলে অর্শ রোগ ভালো।

৫। অরুচি ভাব দেখা দিলে উদাল গাছের বাকল থেঁতো করে এই রস দিয়ে শরবত বানিয়ে খেলে অরুচি ভাব কেটে মুখে রুচি ফিরে আসে।

উপরে